শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের পশুর হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের পশুর হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের পশুর হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর স্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মীর আসাদুজ্জামান, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, শ্রমিক লীগ নেতা মোস্তারুল আলম সহ খামারি, ইজারাদার এবং গরু ব্যবসায়ীরা।

এ সময় পুলিশ সুপার খামারি ব্যবসায়ী এবং ইজারাদারদের কাছে তাদের সমস্যার কথা শোনেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে আশ্বস্ত করে বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেইসঙ্গে পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। খামারিদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের পশু এক জেলা থেকে অন্য জেলায় আনা-নেয়া করার ব্যাপারেও পুলিশ সহযোগিতা করবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …