বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের পথে পথে লাল সবুজের ফেরিওয়ালা

নাটোরের পথে পথে লাল সবুজের ফেরিওয়ালা

নিজস্ব প্রতিবেদক:
বছর ঘুরে এসেছে বাঙালির মুক্তির মাস। আর দুইদিন পরেই দেশবাসী উদযাপন করবে ৫০তম বিজয় দিবস।বিজয় দিবসকে সামনে রেখে পতাকা নিয়ে নাটোর জেলার পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন মৌসুমি ফেরিওয়ালারা। বিজয় দিবসকে আনন্দঘন করতে জাতীয় পতাকা ছড়িয়ে দেওয়াই যেন তাদের কাজ।

ডিসেম্বর, ফেব্র“য়ারি ও মার্চ মাস এলেই লাল সবুজের পতাকা হাতে নিয়ে শহরের পথে প্রান্তরে ঘোরে তারা। এই ভ্রাম্যমান পতাকা বিক্রেতারা রাস্তায় ঘুরে ঘুরে বাঁশের সঙ্গে জাতীয় পতাকা বেঁধে বিক্রি করছেন। শুধু পতাকা নয়,লাল-সবুজের মাথার কাগজের ক্যাপ,রাবার,হাতের ব্যাজ,বুকের ব্যাজ বিক্রি করছেন তারা।তাদেরই একজন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার করের গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মাহবুব। তিনি জানান, বিজয়ের মাসে পতাকা বিক্রি করে যেমন আনন্দ পান, তেমনি উপার্জনও ভালো হয়।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের একপ্রান্ত আরেক প্রান্ত ঘুরে পতাকা বিক্রি করেন।

তিনি জানান, তার কাছে ১০ ,২০, ৩০, ৪০, ৫০, ৮০, ১০০, ১৫০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ টাকা দামের পতাকা রয়েছে ।প্রতিদিন ৫০ থেকে ১০০টা পতাকা বিক্রি করেন ।প্রতিদিন যে আয় হয়, খরচ বাদে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত লাভ হয়।চারদিকে লাল-সবুজের ফেরিওয়ালাদের পথচলায় উড়ছে বিজয়ের নিশান।

বিজয় দিবস উৎযাপনের লক্ষ্যে ক্রেতারাও কিনছেন লাল সবুজের জাতীয় পাতাকা। পতাকার ফেরিওয়ালা ফরিদপুর জেলার সদর উপজেলার আবদুল­াহ সরদারের ছেলে কাউছার আলী (২৪) বলেন,প্রতি বছর ডিসেম্বর মাসের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় আমরা পতাকা বিক্রি করে বেড়ায়।লাল সবুজের পতাকা আমাদের অহংকার। আমি গর্বিত এই ভেবে যে,আমি পতাকার ফেরিওয়ালা ।

আরেক লাল সবুজের তরুণ ফেরিওয়ালা নরসিংদীর ছেলে মিনার উদ্দিন । তিনি জানান,পতাকা কাঁধে নিয়ে বিক্রি করতে ভালোই লাগে। সব শ্রেণি-পেশার মানুষই পতাকা কিনে। আয়ও ভালো হয়। এ মাস শেষ হলেই আবার গ্রামে ফিরে যায় ।
শুধু এরাই নয়, বাঙালির মুক্তির এ মাস আসলেই গ্রাম থেকে নগরে চলে আসে অনেক যুবক-তরুণ। যারা এ মাস শেষ হলেই আবার ফিরে যায় গ্রামে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …