বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নাটোরের নলডাঙ্গায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালন রেসকোর্সের ময়দানে এক উত্তাল জনসমুদ্রে এ দেশের স্বাধীনতার প্রস্তুতির ডাক দেন। বঙ্গবন্ধু তাঁর বজ্রকণ্ঠে বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ সেই ভাষণ বাঙালির মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের এক মহাকাব্য। এই ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল। নাটোরের নলডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানটি উনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকুসহ স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধা ।

এছাড়াও সকাল থেকে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সর্বশেষ বঙ্গবন্ধুর ও তার পরিবারের আত্তার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির প্যাগোডায় দোয়া ও মোনাজাতের করা হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …