নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা থেকে আলতাফুন নেছা (৬৫)নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের কাচরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আলতাফুন নেছা উপজেলা ধুলাউড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত মফির উদ্দিন প্রাং এর মেয়ে।
নলডাঙ্গা থানার পুলিশ জানায়, ধুলাউড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত মফির উদ্দিন প্রাং এর মেয়ে বিধবা আলতাফুন নেছা তার ভাই আব্দুল লতিফের বাড়িতে থাকত। রবিবার সকালে হাঁসের খাবারের জন্যে পার্শবর্তী কাচরা বিলে শামুক কুড়াতে যায়। এরপর সে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খুঁজতে থাকে।
আজ সোমবার ভোর ৫ টার দিকে তার মরদেহ কাচরা বিলে ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ আরো জানায়, সুরতহাল রিপোর্টে তার দেহে কোন ক্ষত চিহ্ণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শামুক কুড়ানোর এক পর্যায়ে শারিরিক দুর্বলতার কারণেই পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটতে পারে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …