নিজস্ব প্রতিবেদক:
নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গা থেকে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ আশিক (২৫) গ্রেফতার করেছে র্যাব। আজ ১ সেপ্টেম্বর রাত তিনটার দিকে উপজেলার বুড়িরভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্ৰেফতারকৃত আশিক উপজেলার বুড়িরভাগ গ্ৰামের মোঃ সুমনের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে উপ অধিনায়ক নুরল হুদার নেতৃত্ব র্যাবের একটি অপারেশন দল উপজেলার বুড়িরভাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে অপহরণ মামলার আসামি আসিককে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আশিক (২৫) মামলার ভিকটিমকে একা পেলে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত। এই বিষয়ে ভিকটিমের অভিভাবক আসামী মোঃ আশিক (২৫) এর পিতামাতাকে একাধিকবার জানালেও আসামীর পিতা-মাতা কোন প্রকার কর্নপাত করেনি। এর প্রেক্ষিতে গত মাসের ২৯ তারিখ সকাল অনুমান ৬ টার দিকে মামলার ভিকটিম উপজেলার হলুদঘর পূর্বপাড়া গ্রাম থেকে মোঃ আশিক অন্যান্যদের সহযোগীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির করে না পেয়ে পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অপহরন মামলা দায়ের করেন। ইতোপূর্বে ভিকটিম উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নাটোর জেলার নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।