নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চুরমার হয়েছে। এসময় অটোরিক্সার ভিতরে থাকা তিনটি ছাগল মারা যায়। তবে কোন ব্যক্তি হতাহত হয়নি। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা এগারটার দিকে একটি অটোরিকশা তিনটি ছাগল নিয়ে স্টেশন প্লাটফর্ম এর পাশে অরক্ষিত গেট দিয়ে পার হতে গিয়ে আটকে যায়। এ সময় মাধনগর থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন অতিক্রম করতে গিয়ে ওই অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং এর ভেতরে থাকা তিনটি ছাগল মারা যায়। তবে অটোচালক দ্রুত অটো থেকে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পায়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …