রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের নলডাঙ্গা ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ী আহত

নাটোরের নলডাঙ্গা ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গা ছিনতাইকারীর হামলায় অরুণ শর্মা(৬০) নামে ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে নলডাঙ্গা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত অরুণ শর্মা নলডাঙ্গা পৌর এলাকার সোনাপাতিল মহল্লার মৃত কালীমোহন শর্মার ছেলে।

অরুণ শর্মার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে নলডাঙ্গা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী অরুণ শর্মা। জামতলী এলাকায় বাঁশ ঝাড়ের পিছন দিক থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা শক্ত কোন একটা কিছু দেখে দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী সেখানে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …