রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টায় জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টায় জরিমানা

বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টায় জরিমানা করা হয়েছে। এছাড়া পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় ২০০০ মিটার কারেন্ট জাল। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্ব পিপরুল নাসুর ঘাট অভয়াশ্রমে অভিযানটি পরিচালিত হয়।

এসময় অবৈধভাবে মাছ শিকারের চেষ্টায় নগদ এক হাজার টাকা জরিমানা ও দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় । এসময় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা মৎস অফিসার সঞ্জয় কুমার শাহ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন বলেন, মৎস শিকারীরা সিংড়া থেকে এসে গভীর রাতে অবৈধভাবে মাছ শিকারের সময় এলাকাবাসীর নিকটে ধরা পড়ে, পরে তাদের জরিমানা করে জাল পুড়িয়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকবে।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …