বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামলীগের নতুন সভাপতি ও সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ

নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামলীগের নতুন সভাপতি ও সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের কমিটির নতুন সভাপতি আব্দুস শুকুর ও সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু কে ফুলের মালা দিয়ে বরণ করেছে নবীন-প্রবীন নেতা কর্মীরা।বৃস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার পর নেতাকর্মীরা।

তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন এসময় প্রবীন ও ত্যাগি নেতাকর্মীদের মধ্যে উল্লাস করতে দেখা যায়।পরে নতুন কমিটি কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী,মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আহম্মদ আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেক ও সাধারন সম্পাদক খন্দকার নাছির উদ্দিন নয়ন প্রমুখ।


উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি আব্দুস শুকুর বলেন,সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের,যুগ্ন সম্পাদক ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল আমাকে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব দিয়ে আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে তা পালন করে চলবো।দলের মধ্যে ত্যাগি নেতাদের মূল্যায়নসহ যারা দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের এক কাতারে এনে এক সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনা করবো।দলের মধ্যে বিভাজন দুর করে সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভিসন বাস্তবায়নে কাজ করবো।


উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন করে রইস উদ্দিন রুবেল কে সভাপতি ও তৌহিদুর রহমান লিটন কে সাধারন সম্পাদক নির্বাচিত করা করা হয়।তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগের কমিটির কাছে একাধিক অভিযোগ থাকায় গত ১১ মার্চ কেন্দ্রীয় আওয়ামীলীগের ধানমন্ডি দলীয় কার্যালয়ে নাটোর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতির পদ থেকে তরুন নেতা রইস উদ্দিন রুবেল ও সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন কে বাদ দিয়ে প্রবীন নেতা আব্দুস শুকুর কে সভাপতি ও মুশফিকুর রহমান মুকুকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …