নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা অপহরণের অভিযোগে অনিক হোসেন (৩০) নামের এক যুবককে আটক এবং অপহৃতাকে উদ্ধার করেছে র্যাব। ৪ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ইয়ারপুর কাশিয়াবাড়ী গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে অনিক হোসেনকে আটক করা হয়। আটক অনিক সদর উপজেলার একডালা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল আজ ৪ ডিসেম্বর রাত সাড়ে চারটার দিকে নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর কাইশাবাড়ি গ্রামে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এরনেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত অপহরণকারী অনিক হোসেনকে আটক করে ।
উল্লেখ্য যে, ভিকটিম তার নাটোর সদর উপজেলার দাদার বাড়িতে বেড়াতে গেলে গত ২ ডিসেম্মর নাবালিকা ভিকটিম (১৫) কে তার দাদার বাড়ী হতে অভিযুক্ত অনিক হোসেন অপহরণ করে নিয়ে যায়।পরবর্তীতে অপহৃত নাবালিকার বাবা নাটোর র্যাব ক্যাম্পে অভিযোগ করলে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অপারেশন পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ অভিযুক্তকে আটক করে। এই ঘটনায় নাটোর জেলার সদর থানায়ৎ একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …