নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা অপহরণের অভিযোগে অনিক হোসেন (৩০) নামের এক যুবককে আটক এবং অপহৃতাকে উদ্ধার করেছে র্যাব। ৪ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ইয়ারপুর কাশিয়াবাড়ী গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে অনিক হোসেনকে আটক করা হয়। আটক অনিক সদর উপজেলার একডালা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল আজ ৪ ডিসেম্বর রাত সাড়ে চারটার দিকে নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর কাইশাবাড়ি গ্রামে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এরনেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত অপহরণকারী অনিক হোসেনকে আটক করে ।
উল্লেখ্য যে, ভিকটিম তার নাটোর সদর উপজেলার দাদার বাড়িতে বেড়াতে গেলে গত ২ ডিসেম্মর নাবালিকা ভিকটিম (১৫) কে তার দাদার বাড়ী হতে অভিযুক্ত অনিক হোসেন অপহরণ করে নিয়ে যায়।পরবর্তীতে অপহৃত নাবালিকার বাবা নাটোর র্যাব ক্যাম্পে অভিযোগ করলে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অপারেশন পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ অভিযুক্তকে আটক করে। এই ঘটনায় নাটোর জেলার সদর থানায়ৎ একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে।
