বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গায় নসিমনের ধাক্কায় এক শিশু নিহত

নাটোরের নলডাঙ্গায় নসিমনের ধাক্কায় এক শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা নসিমনের ধাক্কায় তৌফিক হাসান নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত তৌফিক উপজেলার পাটুল গ্রামের জনৈক জামান মন্ডলের ছেলে।আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আসরের নামাজ পড়তে পাশের মসজিদে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে নসিমনের ধাক্কা লাগে। এতে গুরুতর জখম হয় শিশু তৌফিক।

এলাকাবাসী তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …