মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের নলডাঙ্গায় অ‌বৈধভা‌বে গুড় উৎপাদ‌নের বিরু‌দ্ধে ভ্রাম্যমান আদালত

নাটোরের নলডাঙ্গায় অ‌বৈধভা‌বে গুড় উৎপাদ‌নের বিরু‌দ্ধে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
না‌টোর চি‌নিকল অ‌ধিভুক্ত জো‌নের ধোপপুকুর, বনগ্রাম, বাসু‌দেবপুর, শাখাড়ীপাড়ায় পৃথক ৬টি অ‌ভিযানে অ‌বৈধভা‌বে গুড় উৎপাদ‌নের বিরু‌দ্ধে মোবাইল কো‌র্ট প‌রিচালনা করা হয়। বুধবার দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বি।

এ সময় আখ‌ মাড়াইয়ের পাওয়ার ক্রাশার এবং ভেজালগুড় জব্দ করা হয়। এসময় জব্দকৃত ভেজাল গুড় জনসম্মু‌খে ধ্বংস করার আদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমান আদালতের বিচারক সাকিব আল রাব্বি জানান, ভ‌বিষ্য‌তে অ‌বৈধভা‌বে গুড় উৎপাদ‌নে বিরু‌দ্ধে নিয়‌মিত অ‌ভিযান পরিচালনা করা হ‌বে। এই বিষ‌য়ে কোন রকম ছাড় দেওয়া হ‌বেনা। এই বিষ‌য়ে তথ্য দি‌য়ে সকলকে সহ‌যো‌গিতার করার জন্য অনু‌রোধ ক‌রেন তিনি।

আরও দেখুন

গাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন,হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার …