শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নলডাঙ্গার একটি ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, একজনের আটকাদেশ

নাটোরের নলডাঙ্গার একটি ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, একজনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গার একটি ধর্ষণ মামলায় মিঠন মন্ডল (২৩) ও আশরাফুল ইসলাম (২৩) নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ছাব্বির হোসেন (১৮) নামের একজনকে ১০ বছর আটকাদেশ দিয়েছে আদালত। আজ ১৪ মার্চ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম। সেই সঙ্গে রায়ে মিঠুন আলীকে ৫০ হাজার আশরাফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত মিঠুন আলী নলডাঙ্গা উপজেলার মমিনপুর গ্রামের সলেমান মন্ডলের ছেলে, আশরাফুল ইসলাম একই এলাকার আব্দুল জলিলের ছেলে এবং সাব্বির হোসেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

 নাটোর জজ কোর্টের পিপি আনিসুর রহমান জানান, ২০২১ সালের ৩১ মে মামলার বাদিনি ভিকটিম দুপুরে বাড়ির পাশে মাঠে ছাগল চরাতে যান। এ সময় কথা আছে বলে একই এলাকার মিঠুন আলী, আশরাফুল ইসলাম এবং সাব্বির তাকে পার্শ্ববর্তী আখ ক্ষেতের সামনে ডেকে নিয়ে যায়। সেখানে মিঠুন আলী তাকে জোর করে আখ ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় আশরাফুল ইসলাম এবং সাব্বির হোসেন তাকে ধর্ষণে সহযোগিতা করে। ধর্ষণের সময় চিৎকার দিলে লোকজন এগিয়ে আসলে মিঠুন, আশরাফুল এবং সাব্বির পালিয়ে যায়। পরের দিন নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে ভিকটিম নিজে বাদী হয়ে মিঠুন এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবং তাকে সহযোগিতার জন্য আশরাফুল এবং সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ আদালত ৩ আসামির উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আদায়কৃত ৭০ হাজার টাকা ভিকটিম কে প্রদানের নির্দেশ দেন আদালত।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …