শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নলডাঙ্গায় হাজারো ভক্তের অংশ গ্রহনে গঙ্গা স্নান অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় হাজারো ভক্তের অংশ গ্রহনে গঙ্গা স্নান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের নলডাঙ্গায় হাজারো পূণ্যার্থীর অংশ গ্রহনে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। পুণ্য স্নান করার মানসে এবারে বাঁধভাঙ্গা ভীড় নেমেছে পুণ্যার্থীদের। আজ বুধবার উপজেলার পূর্ব সোনাপাতিল শ্মশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ পূণ্যস্নান । চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে।

অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজারও গুণ পূণ্য বলে মনে করেন বক্তরা। তাই বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশ গ্রহণ করে থাকেন। এছাড়াও আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা। এ উপলক্ষ্যে পূর্ব সোনাপাতিল শ্মশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীর ঘাট এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা।

দূরদূরান্ত থেকে এসে জড় হয়েছে সাধু সন্যাসীরা। শ্যামনগর পুজা অয়োজক কমিটির সভাপতি তাপস কুমার বলেন, বছরের এই সময়ে প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা সমবেত হন। গঙ্গাস্নান উপলক্ষে এলাকার প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনের সমাবেশ ঘটে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …