নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গা সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মুক্তাদির আলম নামে নওগাঁ বিজিবিতে কর্মরত মাগুরার বাসিন্দা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩জন। আহতদের মধ্যে নিহত খলিলুর রহমানের স্ত্রী রিনা বেগম। আহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। আজ ২৫ জুন মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আজ বিকেল সোয়া তিনটার দিকে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা নাটোরের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নাটোর থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল। দুটি যান উপজেলার বাসুদেবপুর সাজি পাড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটো রিক্সাটি দুমড়ে-মুচরে যায় এবং এতে থাকা চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের মধ্যে খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …