নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মী গোলাম মোস্তফা নিহত হয়েছে। এ সময় তার স্ত্রী দীপ্তি গুরুতর আহত হয়। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার পাটুল খাজুরা সড়কে ট্রলির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ব্র্যাক কর্মী গোলাম মোস্তফা তার কর্মস্থল নওগাঁ থেকে আত্রাইয়ের রাস্তা ধরে তার নিজ বাড়ি পাবনার সুজানগরে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা উপজেলার পাটুল খাজুরা সাবমারসিবল সড়কের খোলাবাড়িয়া ছেড়ে আসার পরে একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী দীপ্তি এবং তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা কে মৃত ঘোষণা করে। তার স্ত্রী দীপ্তি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে ট্রলি এবং এর চালক দ্রুত পালিয়ে যায়।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …