শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের সাথে ইউ এন ও’র মতবিনিময়

নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের সাথে ইউ এন ও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:   নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সভায় একাধিক শিক্ষার্থী বলেন,এখন আমাদের সবার দ্বায়িত্ব হলো দেশকে নতুন করে দূর্নীতি মুক্ত এবং সবার বসবাস যোগ্য করে গড়ে তোলা। এজন্য আমরা ট্রাফিক পুলিশিং,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছি। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা-ঘাট পরিস্কার, বৃক্ষরোপন, মানুষের জানমাল রক্ষায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়াসহ বিভিন্ন সামাজিক কাজ করছি। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন,দেশ গঠনে ছাত্ররা যেসব কাজ করছে এতে আমরা সবাই খুশি ও আনন্দিত। জনকল্যাণ মুলক এমন কাজ চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …