নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও বিলের বিভিন্ন এলাকায় অবৈধ চায়নাদুয়ারী জাল দিয়ে পোনা মাছ শিকার করার সময় অবৈধ জালগুলো জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা হাট ও উপজেলার মহিষমারি এলাকায় অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করা হয়। জালগুলোর অনুমানিক মূল্য এক লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমান। এসময় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো.আল ইমরান আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন,নলডাঙ্গা হাটে অভিযান পরিচালনা করে প্রায ৩৫ হাজার টাকা মূল্যের ১৭শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৩জনকে ১৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার মহিষমারি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ২২০মিটার চায়নাদুয়ারী জাল,১০ হাজার টাকা মূল্যের ৫শ মিটার বানা ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়। মাছ গুলো ৩টি মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত লক্ষাধিক টাকার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।