নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় রেলওয়ে সেতু পার হওয়ার সময় পঞ্চগর হতে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সোহেল রানা নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার পূর্ব সোনাপাতিল সাকিদার পাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসের ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সোহেল রানা রেলওয়ে সেতু পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগর হতে ঢাকাগামী পঞ্চগর আন্তঃনগর ট্রেনের ধাক্কা লেগে রেলওয়ে সেতুর নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এসময় আরোও দুইজন কানে হেডফোন লাগিয়ে সেতু পার সময় অল্পের জন্য এ দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পায়। তাদের দুই জনের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ইউএনও রোজিনা আক্তার ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তী ব্যবস্থার জন্য রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।