নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা মাদকবিরোধী পুলিশের অভিযানে, ১৫ গ্রাম গাঁজা সহ, মাদক ব্যবসায়ী, শ্রী অশোক কুমার নান্নসী(৩২), পিতা শ্রী অমল কুমার নান্নসী, মির্জাপুর দীঘা হইতে আটক করা হয়। একই দিনে ০১(এক) লিটার চোলাই মদ সহ, মাদক ব্যবসায়ী, আল মামুন খান(৩৮) পিতা মোঃ হাবিবুর রহমান নশরৎপুর।
আসামিকে মির্জাপুর দিয়ার সন্ন্যাসীতলা গ্রামগামী কাঁচা রাস্তার উত্তর পাশে হাবিবুর রহমান @ শান্ত ভান্ডারী (৪৫), পিতা মৃত ইদ্রিস আলী মন্ডল, এর জমির উপর পাইকর গাছের নিচ হইতে দুজনকে আটক করা হয়।একই অভিযানে ২.৫০ লিটার চোলাই মদ সহ, মাদক ব্যবসায়ী, রাকিব(২০) পিতা মৃত শহিদুল ইসলাম, বিপ্রবেলঘড়িয়া মাস্টারপাড়া, কাজীপুর দিয়ার ধুলাডাঙ্গার সুরুজ্জামান, গেদা, পিতা মৃত হারান শেখ এর বসতবাড়ির পেছনে কাঁচা রাস্তার উপর হইতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
