নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ জুন সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শাখারি পাড়া বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য দেওয়ান শাহীন উপজেলা বিএনপি’র আহবায়ক আতিকুর রহমান তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন, শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন, সদস্যসচিব পিন্টু,যুগ্ম আহ্বায়ক পাভেল, ছাত্রদলের আহ্বায়ক সুমন, সদস্য-সচিব আরাফাত, পৌর যুবদলের আহ্বায়ক রুপচান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
