রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / নাটোরের নলডাঙ্গায় পেঁয়াজের বাজারে ধ্বস

নাটোরের নলডাঙ্গায় পেঁয়াজের বাজারে ধ্বস

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পেঁয়াজের বাজারে ধ্বস নেমেছে। দুই সপ্তাহের ব্যবধানে নাটোরের নলডাঙ্গা হাটে দেশি পেঁয়াজের দাম পাইকেরি প্রতি কেজিতে কমলো ৩০-৩৫টাকা। এখন প্রতি কেজি পাইকারি ৪০-৪৫টাকা দরে কেনাবেচা হচ্ছে। এই পেয়াঁজ গত দুই সপ্তাহ আগে প্রতি কেজি ৭০-৭৫ টাকা দরে কেনাবেচা হয়েছে। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বরং আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। মান ভেদে নাটোর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এরই মধ্যে নতুন কন্দ পেঁয়াজ বাজারে উঠার সময় হয়েছে। কিন্তু বেশি দামের আশায় অনেক কৃষক এবং ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করে রেখেছেন। মঙ্গলবার নাটোরের অন্যতম বড় পেঁয়াজের বাজার নলডাঙ্গার হাটে প্রতিমণ পেঁয়াজ ১৮শ টাকা থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। দাম আরো কমে যেতে পারে বলে অনেকে তড়িঘড়ি করে বিক্রি করে দিচ্ছেন। আবার অনেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

নলডাঙ্গা হাটের পেঁয়াজের আড়তদার রানা আহমেদ জানান, এভাবে দাম কমতে থাকলে বাজারে এর বড় প্রভাব পড়বে। বেচা কেনা কমে গেলে লোকসানে পড়তে পারেন আড়তদাররা। এদিকে মজুদ পেঁয়াজের গাছ বের হতে শুরু করেছে।

হাটে পেঁয়াজ নিয়ে আসা এক কৃষক জানান,আমাদের ঘরে রাখা পেঁয়াজের গাছ বেরিয়ে গেলে বিক্রি করা কঠিন হয়ে পড়বে।

আবুল কালাম নামে এক কৃষক জানান, একটু বেশি দাম পাবার আশায় পেঁয়াজ রেখে দিয়ে বিপাকে পড়েছি। এতো বাজার কমে যাবে ধারণাও করিনি।

পাইকারী বাজারে দাম পড়লেও এর প্রভাব নেই কেন- এমন প্রশ্নের উত্তরে নাটোরের পাইকারী বাজারের পেঁয়াজ বিক্রেতা জানান, আমার কিছুদিন আগে পেঁয়াজে বড় ধরণের লোকসান দিয়েছি। আগের দামে পেঁয়াজ কেনার কারণে আমরা কম দামে বিক্রি  করতে পারছিনা।

নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতা এবং ভোক্তাদের তাহলেই অস্থিরতা কমতে পারেবলে জানান সংশ্লিষ্টরা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …