সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নলডাঙ্গায় পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোরের নলডাঙ্গায় পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। শনিবার(১৬ মার্চ)বেলা ১০টার দিকে উপজেলার ভট্টপাড়া মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার কৃষক,ব্যবসায়ী,আওয়ামীলীগ নেতা-কর্মীরা ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এলাকাবাসী জানায়,বিগত দিনে উপজেলায় ব্যাপী দিনে-দুপুরে পুকুর খনন করা হয়েছে। এখন পুকুর খনন করা হয়,রাতের আধারে।

আবারও পুকুর খননের প্রস্তুতি নিয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তি। নতুন করে পুকুর খনন হলে মাঠ জুড়ে জলাবদ্ধতা ও বর্ষায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে বক্তরা আরও বলেন,নলডাঙ্গা উপজেলার হাজার হাজার কৃষকের সংসার চলে মাঠের ফসল উৎপাদন করে। পুকুর খনন করার কারনে সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়। উপজেলার কিছু প্রভাবশালীর কারণে মাটি ব্যবসায়ীরা এসব কাজ করে থাকে এবং এবারও

পুকুর খননের প্রস্তুতি নিচ্ছে। জরুরী ভাবে প্রশাসনের কাছে দাবি উপজেলার কোথাও যেন কোন ভাবেই পুকুর খনন করতে দেওয়া না হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা মুক্তার সরদার, কার্তিক চন্দ্র,সত্তেন প্রাং,কৃষক সুনিল চন্দ্র,মিন্টু,মনুসহ প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …