মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩২) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার মহিষমারি ব্রিজের কাছে এদুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর এখনো পর্যন্ত তার পরিচয় মিলেনি।

মাধনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার দুপুর সোয়া দুইটার দিকে মহিষমারি ব্রিজের উত্তর পার্শ্বে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ রেললাইনের ভেতরে পড়ে ছিল। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনজের আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে অভিভাবকের সন্ধান পেলে তাদের হাতে হস্তান্তর করা হবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …