রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গায় জলাবদ্ধতা নিরসনে গ্রামবাসির মানববন্ধন

নাটোরের নলডাঙ্গায় জলাবদ্ধতা নিরসনে গ্রামবাসির মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভূমি কার্যালয়ের পাশের সরকারী খালের পানি নিষ্কাশনের মুখ বন্ধ। প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কয়েকটি এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়ে। এবারও সেই দুর্ভোগে পরতে হয়েছে গ্রামবাসিকে। এই দূভোগ থেকে বাঁচতে মঙ্গলবার দুপুর ১টার দিকে নলডাঙ্গা-মাধনগর সড়কে মানববন্ধন করে গ্রামবাসি। খালের পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয় জলাবন্ধতা। আর এতে প্রতিবছর বর্ষায় বাড়ি ঘরে পানি ঢুকে প্লাবিত হওয়ায় গ্রামবাসী-বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। বিগত সময়ের জলাবদ্ধতা স্থায়ী নিরসন ও খালের বাঁধের মুখ উন্মুক্ত করা প্রয়োজন। জানা যায়,উপজেলার মাধনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে দুই একরের একটি সরকারী খাল। খালের উত্তর পাশে দখল করে খালের মুখ বন্ধ করে ব্যাবসী প্রতিষ্ঠানের স্থাপনা গড়ে উঠেছে। ফলে এদিক দিয়ে পানি প্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আর এ সরকারী খালের পূর্ব পাশে নলডাঙ্গা- মাধনগর সড়কের নিচের পানি নিস্কাশনের পথেই খালের পানি প্রবাহ বন্ধ। ফলে প্রতিবছর অতি বৃষ্টির পানি বর্ষা মৌসুমে পশ্চিম মাধনগর গ্রাম প্লাবিত হয়ে স্থায়ী জলাবদ্ধতায় চরম দুভোর্গে পড়ে কয়েক শতাধিক পরিবার। পানি ঢুকে পড়ায় অনেকে বর্ষার সময় বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।জলাবন্ধতায় ধসে যাচ্ছে বসতভিটা ও চলাচলের একমাত্র সড়ক।দুই পাড়ের খালের পানি নিষ্কাশনের পথ বন্ধের কারনে ক্ষতির মুখে পড়ে গ্রামবাসী। দীর্ঘদিনের এই সমস্যার প্রতিকার চেয়েছেন শত শত গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন,সাজু প্রামানিক,রতন প্রামানিক,রাজু সরদার,সামাদ দেওয়ানসহ প্রমূখ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …