শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের নলডাঙ্গায় অরুণ শর্মা খুনের রহস্য উন্মোচন

নাটোরের নলডাঙ্গায় অরুণ শর্মা খুনের রহস্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় অনলাইন জুয়া এবং প্রেমিকার টাকা শোধ করার জন্য আলামিনের কাছে বলি হলো নলডাঙ্গার অরুণ শর্মা। আলামিন ইসলাম আমিন (২০) শাখের প্রাং, পূর্ব সোনাপাতিল (মধ্যপাড়া) নলডাঙ্গা এর ছেলে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রেস ব্রিফিংয়ে জানান, অনলাইন জুয়ায় টাকা হেরে স্ত্রী তাসলিমা আক্তারের কাছে থেকে ৬/৭ দিন পূর্বে ২০,০০০ টাকা ধার নেয়। ধার করা টাকা কোনো ভাবেই শোধ করতে না পেরে টাকার মরিয়া হয়ে ওঠে এবং টাকা সংগ্রহ করতে অপচিন্তায় লিপ্ত হয়। এসময় সে নলডাঙ্গা বাজারে পিঁয়াজ হাটে ঘুরাঘুরির এক পর্যায়ে রাত্রি আনুমানিক ৭টার দিকে সার ব্যবসায়ী অরুণ ঠাকুরকে টাকা গুনতে দেখে ছিনতাইয়ের পরিকল্পনা করে।

পরে রাত্রি আনুমানিক সাড়ে সাতটার দিকে অরুণ শর্মা নগদ (৫ লক্ষ) টাকা ব্যাগে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। এসময় আলামিন রড নিয়ে রাস্তার পাশে বাঁশঝাড়ে ওৎ পেতে বসে থাকে, সার ব্যবসায়ীকে দেখে তার মাথা লক্ষ করে আঘাত করে।

গুরুতর জখম অবস্থায অরুণ শর্মা রাস্তায় লুটিয়ে পড়লে তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় আলামিন। তিনি আরো জানান, অরুণ শর্মার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় নলডাঙ্গার় একটি ক্লিনিকে ভর্তি করায়। অরুণ শর্মার অবস্থা খারাপ দেখে ক্লিনিকের চিকিৎসক রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে রাজশাহী মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরবর্তীতে তার স্ত্রী শ্যামলী শর্মা নলডাঙ্গা থানায় লিখিত এজাহার দাখিল করলে মামলা রুজু হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …