মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নলডাঙ্গায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৯ নভেম্বর সোমবার সকাল দশটার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের মোফাপাড়া এলাকায় এই মরদেহ পাওয়া যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আজ ২৯ নভেম্বর সোমবার সকালে এলাকাবাসীর খবর দেয় যে, উপজেলার পিপরুল ইউনিয়নের সেনবাগ লক্ষীকোল এলাকার মোফাপাড়া ব্রিজের কাছে ড্রাম ভর্তি একটি মরদেহ পড়ে আছে।

পুলিশ ঘটনা স্থলে পৌঁছার পরে মরদেহ সনাক্তের চেষ্টা করে। পরে রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। তিনি আরো জানান, মরদেহের খালি গা এবং পরনে রয়েছে লুঙ্গি। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।এখনো পর্যন্ত কারা কোথা থেকে কিভাবে এই মরদেহ এখানে ফেলে গেছে তা উদ্ধার করতে পারেনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …