রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ধোপাপাড়ায় পৌর মেয়রের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

নাটোরের ধোপাপাড়ায় পৌর মেয়রের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর পৌরসভার ৬নং ওয়ার্ডের আলাইপুর, ধোপাপাড়ায় পৌর মেয়রের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকেপৌরমেয়রের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ধোপাপাড়ার স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী আসাদুজ্জামান মাসুম, অনলাইন পোর্টাল নারদ বার্তা’র বার্তা সম্পাদক ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর নাটোর জেলা প্রতিনিধি সৈয়দ মাসুম রেজা, কলেজ শিক্ষার্থী রমজান, কাজল প্রমুখ। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে প্রশাসনের নির্দেশনায় চলমান পরিস্থিতিতে বেশকিছু ব্যক্তি ও পরিবার একেবারেই কর্ম ও উপার্জনহীন হয়ে পড়েছে, যারা সামাজিক চক্ষু লজ্জার ভয়ে কারও কাছে সাহায্য চাইতে অভ্যস্ত নন।

স্থানীয় কিছু যুবক তরুণ বিষয়টি উপলব্ধি করে এইসব অসহায় মানুষের তালিকা করে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিকে জানালে তিনি তালিকাভুক্ত ১৫ জন কর্ম ও উপার্জনহীন হয়ে পড়া মানুষের জন্য খাদ্যসামগ্রী প্রদান করেন।

ধোপাপাড়ার সচেতন স্বেচ্ছাসেবীরা পৌরমেয়র কর্তৃক প্রদানকৃত খাদ্যসামগ্রী তালিকাভুক্ত অসহায় মানুষদের মাঝে বিতরণ করেন। এক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়ে সকলকে সচেতন করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …