সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

নাটোরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ আলামিন (৩৫)’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৫। আজ ১৬ এপ্রিল সোমবার রাত দেড়টার দিকে তাকে উপজেলার আগমুরশন গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন উপজেলার বাকুন্দা গ্রামের হামেদ আলীর ছেলে। র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১২ এপ্রিল রাতে সিংড়া থানার বাকুন্দা গ্রামের প্রতিবেশী এক গৃহবধূকে জোর করে ধর্ষণ করে আল আমিন। পরদিন ওই গৃহবধূ সিংড়া থানায় উপস্থিত হয়ে আল আমিনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলার পর থেকেই আলামিন পলাতক ছিল। এই মামলার তদন্তকারী অফিসার আসামীকে গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর, র‍্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। গত রাতে র‍্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামী আলামিন (৩৫) এর অবস্থান সনাক্ত পূর্বক উপজেলার আগমুরশন গ্রাম থেকে আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …