বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মর্তুজা বাবলু

নাটোরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মর্তুজা বাবলু

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা আওয়ামী’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা বাবলু। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০৮টি মসজিদ ও ১৮টি মন্দিরের খতিব, ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরহিত, সেবাইত,পরিচ্ছন্ন কর্মীদের মাঝে নিজস্ব অর্থায়নে স্বশরীরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। সেই সঙ্গে তিনি সামাজিক এবং ব্যক্তির দূরত্ব সহ সরকারি নির্দেশনা মেনে নামাজ আদায় ও ধর্মীয় আচার আচরন পালনের অনুরোধ করেন।

এর আগে তিনি পৌরসভার নয়টি ওয়ার্ডে আয়-রোজগার হীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পরবর্তীতে পবিত্র শবেবরাত উপলক্ষে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …