নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের দুই কোচিং সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নাটোরের দুই কোচিং সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর প্রতিনিধি নাটোরের দুই কোচিং সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে শহরের বলারিপাড়ায় অবস্থিত ব্রাইট ফিউচার ও সামিরুল কোচিং সেন্টারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। কিন্তু কিছু কোচিং সেন্টার তাদের কোচিং সেন্টার চালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

বুধবার বিকেলে শহরের বলাড়িপাড়া এলাকায় ব্রাইট ফিউচার কোচিং সেন্টার এবং সামিরুল কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। এ সময় ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পরিচালক নজিবুল ইসলাম শামিরুল কোচিং এর পরিচালক শামিরুল রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও তিন শিক্ষককে আটক করে কোচিং করাবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …