বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের বিবাদমান সকল পক্ষের সকল স্তরের কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আগামী ৮ এপ্রিলে নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা করারও সিদ্ধান্ত হয়। এ সময় পর্যন্ত পূর্বের পুরাতন কমিটি সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
গত বুধবার রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এ নির্দেশনা দেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ন সম্পাদক ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …