নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউনের ২য় দিন চলছে। লকডাউনের ২য় দিন সফল করতে মাঠ দখলে নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণপরিবহন ও মানুষদের চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশ রয়েছে তৎপর। এরপরও সাধরণ মানুষ সামাজিক নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে অনিহা প্রকাশ করছে। এদিকে পৌর এলাকার বাহির থেকে আসা মানুষজন পড়েছে বিপাকে।
পৌর এলাকার মধ্যে কোন যানবাহন বা ব্যাবসা প্রতিষ্ঠান খোলা না পেয়ে তাদের পায়ে হেটেই ফিরে যেতে হচ্ছে। এছাড়াও কাজের সন্ধ্যানে বের হওয়া নিন্ম আয়ের মানুষজন পড়েছেন চরম সমস্যায়।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ১৮৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার ফলাফলে ৬২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার ৩৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় সোনিয়া সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন অপর একজন করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালে মারা গেছেন। এনিয়ে নাটোরে করোনায় আক্রান্ত হয়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …