রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের দত্তপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

নাটোরের দত্তপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দত্তপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (৪০) নামে এক চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ট্রাকের ৪ যাত্রী। শুক্রবার রাত দেড়টার দিকে নাটোর সদরের দত্তপাড়া ব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বায়রা গ্রামের বাসিন্দা।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে নাটোর সদরের দত্তপাড়া ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো -ঢ-১৪-২০২২) এবং বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো -ঢ-১৪-৩২৮৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ভিতরেই চাপা পড়ে ট্রাকের চালক শাকিল আহমেদ ঘটনাস্থলে নিহত হন।

এসময় দুই যাত্রী নাটোর সদরের চন্দ্রকলা গ্রামের মোছাঃ ফেন্সি, মোঃ দোলন (২৬) এবং ট্রাকের হেলপার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বায়রা গ্রামের জিলকদ (২৫), মোঃ পিন্টু, ৪ জন আহত হন। আহত ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী ২ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …