শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের তেবাড়িয়া ইটভাটার শ্রমিক মিঠু হত্যার রহস্য উন্মোচিত

নাটোরের তেবাড়িয়া ইটভাটার শ্রমিক মিঠু হত্যার রহস্য উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের তেবাড়িয়া ইটভাটার শ্রমিক মিঠু হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, মিঠুর স্ত্রী আম্বিয়া এবং মিঠুর বড় ভাই আব্দুল কাদের মধ্যে চার বছর ধরে পরকীয়া প্রেম এবং শারীরিক সম্পর্ক চলে আসছিল। পরকীয়ার জেরে মিঠুর স্ত্রী আম্বিয়া এবং ভাসুর আব্দুল কাদের মিলে ৩ জুন রাত সোয়া একটার দিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মিঠুকে হত্যা করে বাড়ির গেটের কাছে মরদেহ ফেলে রাখে। পরে আম্বিয়ার চিৎকারে লোকজন এসে মিঠুর মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ এসে মিঠুর মরদেহ উদ্ধার করে তথ্য প্রযুক্তির সহায়তা ও সুরতহাল পর্যালোচনা করে ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় এনে তার স্ত্রী আম্বিয়াকে আটক করে।

এই হত্যার ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ মিস্ত্রি আম্বিয়াকে আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে আম্বিয়া তার ভাসুরের সাথে মিলে মিঠুকে হত্যার কথা স্বীকার করে।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …