রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের তিনটি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ

নাটোরের তিনটি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন।

আগামীকাল বুধবার নাটোরের সিংড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১৩৩ টি কেন্দ্রের ৮১০টি কক্ষে, নাটোর সদর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রের ৭১৩টি কক্ষে ও  নলডাঙ্গা উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রের ৩২২টি কক্ষের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

এর মধ্যে সিংড়া উপজেলায় মোট ৩১২৫৭০ জন, নাটোর সদরে ২৭২৩০২ জন ও নলডাঙ্গায় ১১৭১৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  

কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …