রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রাক উল্টে চালক নিহত

নাটোরে ট্রাক উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের ডালসড়ক এলাকায় ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। এসময় ট্রাকের হেলপার আহত হয়েছে।  গত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম ফয়সাল ইসলাম সেলিম। তার বাড়ি ঝিনাইদহ মহেশখালী এলাকায়।

হাইওয়ে পুলিশ ও  ফায়ার স্টেশন সুত্র জানাযায়, বস্তা বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ডালসড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচে উল্টে যায় ।  এতে চালক ও হেলপার দুজনেই আহত হয়।  খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার  করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ট্রাক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষনা করেন। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …