নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন। শনিবার সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় ন্যয্য মুল্যে টিসিবি পণ্য ক্রয় করতে সকাল আটটা থেকেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নআয়ের লোকজনদের দীর্ঘ লাইন দেখা যায় । চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেকেই পণ্য না কিনে ফিরে যাচ্ছেন। চৈত্রের কাঠফাটা রোদে এমন দীর্ঘ লাইন প্রতিদিনই দেখা যাচ্ছে। লোক সমাগম বেশি হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। নুরুল ইসলাম নামে এক ক্রেতা জানান, সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি এখন বাজে বারোটা কখন যে পাব তা জানি না। সমর নামে এক ক্রেতা জানান গত পরশুদিন লাইনে দাঁড়িয়ে লাইন শেষ হতে হতে পণ্য শেষ হওয়ায় তেল চিনি ডাল কিনতে পারিনি। আজ আবার লাইনে দাঁড়িয়ে আছি পাবো কিনা জানিনা। টিসিবির ডিলার মানিক সাহা জানান, আমার সাধ্যমত আমি চেষ্টা করে যাচ্ছি সকল মানুষকে পণ্য সরবরাহ করার জন্য। দুটি ট্রাকে করে শহরের দুই জায়গায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং র্যাব অফিসের সামনে আমি একা পণ্য বিক্রি করছি। ক্রেতারা পণ্য পাচ্ছে না কেন এমন প্রশ্ন করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, টিসিবি যতটুকু পণ্য দেয় ততটুকুই আমি বিক্রি করতে পারি। অতিরিক্ত চাহিদা দিলেও টিসিবি পণ্য দিচ্ছে না। টিসিবির আরো যারা ডিলার আছে তারা কেউই পণ্য তোলেও না বিক্রিও করে না। ফলে আমার একার উপরে চাপ পড়েছে। ক্রেতাদের নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মাঝে আমাকে পুলিশের সহায়তাও নিতে হয়। অতিরিক্ত পণ্য শহরের বিভিন্ন স্থানে থেকে বিক্রির দাবি ক্রেতাদের। খুব শিগগিরই পণ্য বিক্রয় কেন্দ্র গুলো চালু করে ক্রেতাদের দুর্ভোগ কমাবে প্রশাসন বলে আশাবাদী ক্রেতারা।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …