রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের জাঠিয়ান এলাকায় যুবক গুলিবিদ্ধ

নাটোরের জাঠিয়ান এলাকায় যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদর উপজেলার জাঠিয়ান এলাকায় সোহান আহমেদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আজ বেলা এগারোটার টার দিকে জাঠিয়ান মোর এলাকায় এই ঘটনা ঘটে। সোহান জাঠান এলাকার শামীম আহমেদের ছেলে। স্থানীয়রা জানায়, সোহান ও সোহানের বাবা শামীম আহমেদ এর সঙ্গে জমিজমা বিরোধকে কেন্দ্র করে সোহানের ফুপা শামীম হোসেন এর বিরোধী চলে আসছিল। আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জেঠিয়ান মোর এলাকায় বসেছিল সোহান ।

এসময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে সোহানকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে কেন এই গুলিবিদ্ধের ঘটনা তা কেউই জানাতে পারেনি। আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …