নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন খেলার আয়োজন করে স্কুল কমিটি। স্কুলের শিক্ষার্থীসহ বহিরাগতরাও খেলায় অংশগ্রহন করে, স্কুলের শিক্ষার্থীরা দীর্ঘ লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ, দৌড়, মোড়ক লড়াই এবং বহিরাগতরা হাঁড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করে।
বিকেলে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ শওকত আলম রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিসার বক্তব্যে বলেন কোমলমতি শিশুদের শিক্ষার পাশাপাশি খেলাধুল করলে তাদের চিন্তা শক্তি এবং শারীরিক ভাবে তাঁরা সুস্থ থাকবে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া বক্তব্যে বলেন, আমরা প্রতিবছরই স্কুলে খেলাধুলার আয়োজন করি, কিন্তু বর্তমান শিশুরা মোবাইল গেইমে যেভাবে আসক্ত হচ্ছে এতে করে প্রকৃত শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে, প্রধান শিক্ষক সকল অবিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুদের মোবাইল গেইমে নয় খেলাধুলায় উৎসাহিত করুন।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি এবং শিক্ষকগন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি বুদ্ধদেব মন্ডল, স্কুলের শিক্ষক মানিক, সেলিম শেখ, কামরুজ্জামান , কিরণ, সাংবাদিক মুসা আকন্দ প্রমুখ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …