নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের ছাতনি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ছাতনি ইউনিয়নের পন্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
করোনা ভাইরাস দূর্যোগে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের হতদরিদ্র, অসহায় ও দিনমুজুর ছয়শত পরিবারের মাঝে ৫কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাউলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এই খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাতনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার প্রমূখ।
