শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের চারটি বেকারীকে দেড় লাখ টাকা জরিমানা

নাটোরের চারটি বেকারীকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের চারটি বেকারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর -এর নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার কানাইখালী ও মল্লিকহাটি, হুগোলবাড়িয়া এবং বড় হরিশ এলাকায় তদারকি করা হয়।

এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা পন্যের মোড়ক ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরীর অপরাধে পঞ্চাশ হাজার টাকা ও একই ধারায় মামুন ফুড প্রোডাক্টকে পঞ্চাশ হাজার টাকা ও নাদিম বেকারীকে ৪২ ও ৪৩ ধারা নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্ব্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ত্রিশ হাজার টাকা।

বড় হরিশপুর এলাকায় ঢাকা বেকারীকে ৪৩ ধারা অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরীর অপরাধে বিশ হাজার টাকা। প্রশাসনিক ব্যবস্থায় এই জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন র্যাব-৫ নাটোর সিপিসি ২ এর একটি টিম।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …