রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানালো লার্নিং কোচিং সেন্টার

নাটোরের চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানালো লার্নিং কোচিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের চাঁদপুরে লার্নিং কোচিং সেন্টারের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁদপুর বাজারের পাশে এবং চাঁদপুর মদিনাতুল উলুম কাওমী মাদ্রাসা সংলগ্ন কোচিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

লার্নিং কোচিং সেন্টারের পরিচালক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মাহিন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, নাটোর সদর থানার সেকেন্ড অফিসার মোঃ সাজ্জাদুর রহমান, সাব—ইন্সপেক্টর ফরহাদ হোসেন, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি ট্রাইব্যুালের প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন, নাটোর প্রেসক্লাবের সাধরণ সম্পাদক নাজমুল হাসান, চাঁদপুর মদিনাতুল উলুম কাওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহমুদুল হাসান প্রমূখ।

প্রতিষ্ঠানটির পরিচালক সাব্বির আহমেদ জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ১ বছরে সুনামের সাথে মানসম্মত পাঠাদান করে আসছে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উপহার প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাঁদপুর মদিনাতুল উলুম কাওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহমুদুল হাসান।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …