নিজস্ব প্রতিবেদকঃ
“কৃতিত্বপূর্ণ জীবন গড়ার অন্যতম মাধ্যম খেলাধুলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সংগীত, পায়রা অবমুক্তকরনের মাধ্যমে উদ্বোধন এবং সন্ধ্যায় পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
মিল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিএম (প্রশাসন) আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালকের পত্নী মাহমুদা বেগম বাবলী, জিএম (কৃষি) মাজহারুল ইসলাম, জিএম (অর্থ) সাইফুল ইসলাম, জি এম(কারখানা) সরফরাজজুল ইসলাম, জিএম (খামার) আনিছুজ্জামান, নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম, সিডিএ সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সার্বিক তত্বাবধায়নে ছিলেন ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাজাহান আলী সহ সকল সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
আরও দেখুন
লালপুরে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি সম্পূর্ণ
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে । দিবসটি …