নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর থেকে ককটেল সাদৃশ্য ৪টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে গুরুদাসপুর পৌর শহরের উত্তর নারীবাড়ী এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়। পরে নাটোর থেকে র্যাব ও পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তবে বিকেল ৪টা পর্যন্ত বস্তুগুলো সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও স্থানীয়রা জানান, করোনায় লকডাউন চলায় বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। একারনে বাজারের মানুষের উপস্থিতি কম। দুপুরে পৌর শহরের উত্তর নারীবাড়ী এলাকার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে লাল টেপ মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি পলিথিন ব্যাগের ভিতরে আরো তিনটি একই বস্তু দেখতে পায়। খবর পেয়ে নাটোর থেকে র্যাব ও পুলিশের বিশেষ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধারকৃত ককটেল সদৃশ বস্তুগুলো ককটেল কিনা তা পরীক্ষা করা ও ধংস করার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে সঠিক তথ্য দেওয়া যাবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …