বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুর থেকে গাঁজাসহ এক জনকে আটক করেছে র‌্যাব

নাটোরের গুরুদাসপুর থেকে গাঁজাসহ এক জনকে আটক করেছে র‌্যাব


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ইয়াদুল ইসলাম (২২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ইয়াদুল ইসলাম গুরুদাসপুর উপজেলার নিচিন্তপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

র‌্যাব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এ এস পি মাসুদ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ইয়াদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …