নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরে বনপাড়া- হাটিকুমরুল হাইওয়ের ওপর থেকে এনায়েত হোসেন (৫৩) নামের এক সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার চলনবিল তেল পাম্প এলাকায় পার্কিং করা পিকআপ ভ্যান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এনায়েত মেহেরপুর জেলার গাংনী থানার বামন্দী গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা সকাল দশটার দিকে বনপাড়া হাটিকুমরুল হাইওয়ের গুরুদাসপুর চলনবিল তেলের পাম্পে যায়। সেখানে গিয়ে পার্কিং করা পিকআপ ভ্যানের চালকের আসনে বসে থাকা অবস্থায় এনায়েত হোসেন নামে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তার সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, মেহেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে পিকআপ ভ্যানটি রাস্তার পাশেই দাঁড় করান তিনি। সম্ভবত সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অধিকতর তদন্তের স্বার্থে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …