সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুর থেকে ১০ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

নাটোরের গুরুদাসপুর থেকে ১০ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর থেকে ১০ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুধগাড়ী এলাকা থেকে চোলাই মদ ও গাঁজাসহ তাদের আটক করা হয়।

সিপিসি-২ নাটোর র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল উপজেলার দুধগাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে গাঁজা, চোলাই মদ ও হেরোইন সহ উপজেলার পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আব্দুল হালিম(২৫), মৃত-ইদ্রিস শেখের ছেলে দিলদার হোসেন (২৩), দুধগাড়ী গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে এরশাদ মন্ডল (৬০), কুমারখালী গ্রামের শাহ মাহমুদ প্রাং এর ছেলে আব্দুল লতিফ (৫০), বৃ-কাশো গ্রামের মৃত রওশনের ছেলে সাদেক আলী (৪৮), গোপিনাথপুর গ্রামের নায়েব আলীর ছেলে বিপ্লব প্রাং (২৫), নারায়নপুর গ্রামের মৃত এন্তাজ শেখের ছেলে জুবায়দুল শেখ (৩০), বাকিবেগপুরের মৃত মাদার মন্ডলের ছেলে রেজাউল করিম (৩২), নাটোর সদরের কামারপাড়া এলাকার মৃত দিলিপ দে’র ছেলে শুভ দে (২২), সিংড়া উপজেলার রোধিচামারি গ্রামের আব্দুর রাজ্জাক তালুকদারের ছেলে হাবিল তালুকদার (৩০), কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা এসে দুধগাড়ী এলাকায় একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …