বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

নাটোরের গুরুদাসপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

আনুষ্ঠানিকভাবে চতুর্থ ধাপে একশত উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে নাটোরের গুরুদাসপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলার ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরপরই উপজেলার একশত উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হন্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হানান্ন মন্ডল,বীরমুক্তিযোদ্ধাগণ ও সম্মানিত অতিথিবৃন্দ। একই সাথে লালপুর ও বড়াইগ্রাম উপজেলাকেও ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …