বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত

নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী তইফুল খাতুনকে হত্যার দায়ে স্বামী শাহিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। আজ ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন সিনিয়র দায়রা জজ মোঃ শরীফ উদ্দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহীন গুরুদাসপুর উপজেলার মসিন্দা পশ্চিম চরপাড়া এলাকার মৃত অফিজ উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ২০ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে তিন সন্তানের জননী তইফুলকে তার স্বামী শাহীন সিঁধ কেটে ঘরে ঢুকে হত্যা করে। এরপর মামলার বাদী তইফুলের ভাইকে গিয়ে ডেকে তইফুলকে কে বা কারা হত্যা করেছে বলে জানায়। এরপর তাদের সন্দেহ হলে তইফুলের ভাই শাহীনকে বিবাদী করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে শুনানি অন্তে আজ বিজ্ঞআদালত এই রায় ঘোষণা করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …